নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা ৪ নং পিপরুল ইউনিয়নের সেনভাগ গ্রামে মাদ্রাসা পাড়া জামে মসজিদের তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়।সোমবার ০৯(নভেম্বর) বিকেল বেলা আছর নামাজ পর সেনভাগ গ্রামে মাদ্রাসা পাড়া জামে মসজিদের তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন, ৪নং পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কলিম উদ্দিন সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও এলাকার ব্যাক্তিবর্গ।
নলডাঙ্গা সেনভাগ লক্ষীকোল মাদ্রাসা পাড়া জামে মসজিদের তিন তলা বিশিষ্ট ভবন উদ্বোধন
