নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌর মিলনায়তনে গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন পৌর মেয়র কে এম জাকির হোসেন।
এ সময় তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও পৌরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তার পিতা মানুষকে ভালবেসে মুক্তি যুদ্ধে অংশ নিয়েছিলেন। মানুষকে ভালবাসার কারণেই তার বাবা ডা আয়নার হককে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে।
তারপরও মানুষের ভালবাসা থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারেনি তাই আপনাদের ভালবাসায় আমি মেয়র। আপনাদের ভালবাসায় আমি জীবনও দিতে পারি।
এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ শিক্ষক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় ইমাম।